পিছনের দিকে ছুটতে থাকা শেয়ারবাজার সাম্প্রতিক সময় সামনের দিকে চলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজার থেকে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে শুরু করেছে বিনিয়োগকারীরা। এতে জানুয়ারির প্রথম দিকে শেয়ার শূন্য বেনিশিফিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা কমতে শুরু করেছে।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সুত্র জানায় ডিসেম্বর মাসের শেষ দিন শেয়ার শূন্য বিও হিসাব ছিল ৫ লাখ ১৩ হাজার ৬৩১টিতে। শেয়ার শূন্য বিও হিসাব জানুয়ারি মাসের এসে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৮৩টিতে অর্থাৎ এক মাসের ব্যবধানে শেয়ার শূন্য বিও হিসাব কমেছে ৭০ হাজার ৫৪৮টি। এদিকে গত বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে শেয়ার শূন্য বিও হিসাব বৃদ্ধি পেয়েছিল ৮৬ হাজার।
আগের মাসে অর্থাৎ নভেম্বরে শেয়ার শূন্য বিও হিসাব ছিল ৪ লাখ ২৭ হাজার ৪৯৪টি। চলতি বছরের প্রথম থেকে বাজার পরিস্থিতি উন্নত হতে থাকলে জানুয়ারির প্রথম ১৩ দিনে শেয়ার শূন্য ৭০ হাজার বিওধারী নতুন করে শেয়ার কিনতে শুরু করলে তাদের হিসাবকে শূন্য থেকে পূর্ণ হয়েছে।
বিশেজ্ঞরা বলছেন সামগ্রিকভাবে বাজার আবার ইতিবাচক প্রবণতায় ফিরে আসছে। বাজারের প্রতি সাধারণসহ সব ধরণের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার কারণেই তাদের পোর্টফোলিওতে নতুন নতুন শেয়ার যোগ হচ্ছে। বাজারের প্রতি এই আস্থা ধরে রাখতে পারলেই দেশের পুঁজিবাজার সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে বলে তারা মনে করেন।
সানবিডি/এন/আই/ এসএ