অস্বাভাবিক ভাবে দাম বাড়ছে রংপুর ফাউন্ড্রি এবং এএমসিএল (প্রাণ) এর শেয়ার দর। অথচ এর কারন জানেনা শেয়ারবাজারে তালিকাভুক্ত এই দুই কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সূত্রে জানায় এই দুই কোম্পানির শেয়ার দর বেশ কিছু দিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে। এজন্য কোম্পানি দুইটির কাছে শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চেয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানি দুইটির পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম এভাবে অব্যাহত ভাবে বাড়ছে।
উল্লেখ্য, রংপুর ফাউন্ড্রির শেয়ার দর গত ৬ জানুয়ারি ছিল ১৪৫.৮০ টাকা। আর ১৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২২৫.২০ টাকা। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির মেয়ারের দাম বেড়েছে ৭৯.৪০ টাকা বা ৫৪ শতাংশ।
এএমসিএলের (প্রাণ) শেয়ার দর গত ৬ জানুয়ারি ছিল ২৬৫.৬০ টাকা। এ কোম্পানির শেয়ারের দাম ১৬ জানুয়ারি এসে দাঁড়ায় ৩৯৫.৭০ টাকা। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেযারের দর বেড়েছে ১৩০.১০ টাকা বা ৪৯ শতাংশ।
সানবিডি/এন/আই/এসএ