ইরানের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি শহরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে রোববারের সকালের দিকের এই বিস্ফোরণের কারণ জানা যায়নি।
গত কয়েক মাসে একই ধরনের কয়েকটি ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানের সামরিক বাহিনী অঘোষিত আকাশ প্রতিরক্ষা মহড়া চালিয়েছিল বলে জানায়।
আসাদাবাদ শহরের গভর্নর দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজকে বলেছেন, ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর উৎস পরিষ্কার নয়। আবহাওয়া পরিস্থিতির কারণে এটাকে বজ্রপাতের শব্দ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। কিন্তু এটি হওয়ার সম্ভাবনা বাতিল হয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম রোকনা নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, কিছু এলাকায় শব্দের তীব্রতা এত বেশি ছিল যে ঘরের দরজা-জানালা কাঁপছিল এবং লোকজন ভয়ে তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করা একটি ভিডিওতে বিমান-বিধ্বংসী অস্ত্র থেকে একাধিক বিস্ফোরণ ঘটতে দেখা যায়। তবে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।
বিশ্ব শক্তির দেশগুলোর সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করত তেহরানের সঙ্গে ওয়াশিংটনের পরোক্ষ আলোচনা যখন চলছে, সেই সময় চিরবৈরী শত্রু ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা বাড়ছে।
সানবিডি/এনজে