বিদায়ী ২০২১ বছরের ১১ মাসে মালয়েশিয়ার প্রাকৃতিক রাবার উৎপাদন ৭ দশমিক ৭ শতাংশ কমেছে। মূলত সরবরাহ চেইনে সংকট ও বৈরী আবহাওয়ার কারণে উৎপাদনে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়। ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিকস মালয়েশিয়া (ডিওএসএম) এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সংস্থাটি জানায়, গত বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত মালয়েশিয়া ৪ লাখ ২৯ হাজার ৬২ টন প্রাকৃতিক রাবার উৎপাদন করে। ২০২০ সালের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ৪ লাখ ৬৪ হাজার ৮৭৮ টন। নভেম্বরে মালয়েশিয়ার প্রাকৃতিক রাবার উৎপাদন আগের মাসের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৭৭ টনে। অক্টেবরে উৎপাদন হয়েছিল ৪৩ হাজার ১২৭ টন।
ডিওএসএম সম্প্রতি মাসভিত্তিক রাবার পরিসংখ্যান পাবলিকেশন প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২০ সালের নভেম্বরের তুলনায় উৎপাদন ২৫ দশমিক ৮ শতাংশ কমেছে। ওই মাসে ৪২ হাজার ৫৫৪ টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছিল।
সানবিডি/এনজে