জীবনের সবথেকে কঠিন লড়াইটা দিল্লির সেনা হাসপাতালে শুয়ে লড়ছিলেন হনমানথাপ্পা। বৃহস্পতিবার সকালে সেই লড়াইয়ে হার মানলেন অবশেষে। সিয়াচেনে ৬ দিন বরফচাপা থাকার পরে উদ্ধার হওয়া সেনা জওয়ানের অবস্থার ক্রমশঃ অবনতি হতে থাকে বলে জানানো হয় দিল্লির সেনা হাপাতালের তরফে।মিথ্যে হল সব প্রার্থনা…
প্রকাশ: ২০১৬-০২-১১ ১৫:৪৯:০৯

গত সোমবার উদ্ধার করা হয় হনমানথাপ্পাকে। মঙ্গলবার দিল্লির সেনা হাসপাতালে নিয়ে আসার পরে থেকেই গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি। পুরোপুরি ভেন্টিলেশনে থাকা হনমানথাপ্পার কিডনি, লিভার কাজ করছিল না। রক্তচাপ অনেকটাই কমে যায়। ধরা পড়ে নিউমোনিয়া।
মঙ্গলবার থেকেই জীবনদায়ী বিভিন্ন থেরাপি প্রয়োগ করেন চিকিৎসকেরা। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে স্নায়ু, কিডনি-সহ একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা একটানা ওই সেনা জওয়ানকে পর্যবেক্ষণ করেন। অ্যান্টিবায়োটিকের সঙ্গে রক্তচাপ বাড়ানোর জন্য আলাদা কিছু ওষুধ দেওয়া হয়।
যদিও, চিকিৎসায় সাড়া দেননি হনমানথাপ্পা। মঙ্গলবারই প্রোটোকল ভেঙে হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অবশ্য প্রেম স্বরূপ নামে অবসরপ্রাপ্ত এক সেনা জওয়ান হাসপাতালে এসে হাজির হন। হনমানথাপ্পার জন্য নিজের কিডনি দান করার ইচ্ছে প্রকাশ করেন ওই বৃদ্ধ।
মূলতঃ কৃষক পরিবার থেকে উঠে আসা হনমানথাপ্পার একটি ২ বছরের শিশুকন্যা রয়েছে। দিল্লির হাসপাতালে তাঁর বাবা যে জীবনের সব থেকে কঠিন লড়াইটা চালাচ্ছেন তা বোঝার ক্ষমতা এখনও হয়নি ওই শিশুকন্যার।
হনমানথাপ্পার পরিবার, দেশের সাধারণ মানুষ তো বটেই, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কইফ, ঋষি কপূরের মতো একাধিক বলিউড তারকাও ওই সেনা জওয়ানের হয়ে প্রার্থনা করেন।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













