নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আইভীকে মোবারকবাদ। তার সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক রয়েছে। আমি যেখানেই থাকি তার বাবা আলী আহমদ চুনকার জন্য দোয়া করি।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে তৈমূর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এসময় তৈমূরের পা ছুঁয়ে সালাম করেন আইভী। সেই সঙ্গে একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। আইভীর মাথায় হাত দিয়ে তৈমূর দোয়া করেন।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘ছাত্র জীবন থেকে তার বাবা (আলী আহাম্মদ চুনকা) হাত ধরেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা বলতেন, আমি তাকে ভাই বলতাম। তার মেয়ের পেছনে আমি আছি।’
তিনি আরও বলেন, ‘সে (আইভী) যে কোনো জায়গায় থাকুক, তার যে কোনো বিপদ-আপদে অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত আছে। তার পাশে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকবো। অন্য কোন কথাবার্তা কাজে আসবে না। আমাদের এটা অন্তরের সম্পর্ক। আমার শ্রদ্ধাবোধ চুনকা ভাইয়ের জন্য আজীবন থাকবে।
এএ