কোভিড-১৯ বা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ৪টি বিধি-নিষেধ আরোপ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কর্তৃপক্ষের কার্যালয়ে আগত দর্শনার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আদেশ অমান্য হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
বিধি-নিষেধের মধ্যে রয়েছে-
> বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর অফিসে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক;
> দর্শনার্থীগণকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দপ্তরে প্রবেশে নিরুৎসাহিত করতে হবে। জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী কর্তৃপক্ষের দপ্তরে প্রবেশ করতে পারবেন;
> ফোন ও অনলাইনে সম্ভব নয় এমন কাজের ক্ষেত্রে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা অভ্যর্থনা কক্ষে আগত অতিথি বা প্রতিনিধির সাথে সাক্ষাৎ করে দাপ্তরিক কাজ সম্পান্ন করবেন;
> দর্শনার্থীদের সাথে যেকোন সাক্ষাতের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) নাজিয়া শিরিন স্বাক্ষরিত ওই অফিস আদেশে আরো বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দপ্তরে অনেক কর্মকর্তা-কর্মচারী মাস্ক পরিধান করেন না এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে তাদের কার্যক্রম পরিচালনা করছেন।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ (ওমিক্রন) এর সংক্রমণ প্রতিরোধকল্পে মাস্ক পরিধান বাধ্যতামূলককরণসহ বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে কর্তৃপক্ষ কর্তৃক এসব নির্দেশনা জারি করা হলো।
এএ