দেশের পোশাক খাতের বর্তমানে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
রোবাবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার কাছে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এই সহযোগিতা চেয়েছে। এ সময় বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম এবং সহ-সভাপতি নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
সোমবার (১৭জানুয়ারি) বিজিএমইরএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিনিয়র সচিবের কাছে বিজিএমইএর পক্ষ থেকে বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছে সেগুলো অবহিত করা হয়।
ফারুক হাসান পোশাক শিল্পের বর্তমান ইস্যু এবং সমস্যাগুলোর ব্যাপারে সিনিয়র সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। একদিকে রয়েছে অনেক চ্যালেঞ্জ, আবার অন্যদিকে রয়েছে বিশাল সুযোগ।
তিনি চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
আলোচনায় বিজিএমইএর নেতারা ব্যবসা পরিচালনা সহজ ও আরও উন্নত করা, বিশেষ করে ব্যবসার প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত এবং ব্যবসার প্রতিটি ক্ষেত্রে প্রক্রিয়া ও ব্যয় কমানোর বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্যও সরকারকে অনুরোধ জানান।
সিনিয়র সচিব বিজিএমইএ নেতাদের কথা শোনেন এবং ইস্যুগুলো ও সমস্যাগুলো মোকাবিলায় সহযোগিতা করার আশ্বাস দেন।
এএ