

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবিরি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর মধ্যবাড্ডার গোদারাঘাট এলাকায় সোমবার রাত সাড়ে আটটার দিকে বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যবাড্ডার জ-১০/১ বাড়ির দ্বিতীয় তলায় ওই থুনের ঘটনা ঘটে। বাড়িটির তিনতলাও তছনছ করে দুর্বৃত্তরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, পিডিবির এক কর্মকর্তা খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।