চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ গম আমদানি হয়েছে। দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকলেও উৎপাদন সীমিত। এ কারণেই কৃষিপণ্যটির আমদানি উল্লেখযোগ্য হারে বাড়ছে। ছয় মাসে ২৬২ কোটি ৯৮ লাখ টাকায় ৯৫ হাজার ৫৬০ টন গম আমদানি হয়েছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ ব্যাপারে আমদানিকাররা জানান, দেশে গমের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের পাশাপাশি প্রতিবেশী ভারত থেকে গম আমদানি করছে সরকার। দেশে উৎপাদন কম হওয়ায় ডলারের রিজার্ভ ভেঙে সরকারকে গম আমদানি করতে হচ্ছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্র জানায়, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাইয়ে ৬ হাজার ৫১ টন, আগস্টে ১৫ হাজার ৩৪৫, সেপ্টেম্বরে ১৫ হাজার ৫৬২, অক্টোবরে ১৮ হাজার ২৩৪, নভেম্বরে ২০ হাজার ২৮৯ ও ডিসেম্বরে ২০ হাজার ৭৯ টন গম আমদানি হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম আশরাফ বলেন, গম চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কিন্তু তামাক ও ভুট্টায় বেশি লাভ পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা গম চাষ কমিয়ে দিয়েছেন। এর পরও আমরা কৃষক পর্যায়ে গম চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।
সানবিডি/এনজে