রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগের আওতাধীন নওগাঁ, বগুড়া, পাবনা ও রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এ সময় তিনি শাখা ব্যবস্থাপক ও অন্যান্য নির্বাহীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং শাখাসমূহের ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন ও মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান।
রাজশাহী বিভাগের জিএম মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে রাজশাহী বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও করপোরেট শাখার ম্যানেজার এবং ভার্চ্যুয়ালি সকল শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
এএ