একদিনের ব্যবধানে বৈশ্বিক বাজারে বেড়েছে আকরিক লোহার দাম।মূলত শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের কারখানাগুলো ছুটির দিনকে সামনে রেখে উৎপাদন বন্ধ রাখায় ধাতব পণ্যটির মূল্য বেড়েছে। খবর মাইনিং ডটকম।
ফাস্টমার্কেট এমবির দেয়া তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজার আদর্শ ৬২ শতাংশ ফি ফাইনস আকরিক লোহার দাম টনপ্রতি ১২৭ ডলার ৬৫ সেন্টে উন্নীত হয়েছে। একদিনের ব্যবধানে আমদানি ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ডাটা জানায়, ২০২০ সালে করোনা মহামারীর প্রভাবে সংকটের মুখে পড়েছিল আন্তর্জাতিক সব বাণিজ্য খাত। ওই সময় আকরিক লোহার বৈশ্বিক উত্তোলনও বড় পরিসরে কমে যায়। তবে গত বছর উত্তোলন ছিল ঊর্ধ্বমুখী। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ২০২০ সালে ব্যবহারিক ধাতুটির উত্তোলন ৩ শতাংশ কমে ২২০ কোটি টনে নেমে আসে। তবে ২০২১-২৫ সালের মধ্যে আকরিক লোহার উত্তোলন ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ২৬৬ কোটি টনে উন্নীত হবে। বার্ষিক চক্রবৃদ্ধি প্রবৃদ্ধির হারে উত্তোলন ৩ দশমিক ৭ শতাংশ বাড়বে।
সানবিডি/এনজে