জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের দ্বিতীয় শীর্ষ উত্তোলক দেশ ইরাক। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে উল্লম্ফন দেখা দিতে পারে। রফতানির পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক ২ লাখ ৫০ হাজার ব্যারেলে।
এ বিষয়ে ইরাকের একটি সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানায়, দেশটির উপসাগরীয় বন্দরে পাম্পিং স্টেশন স্থাপনের কাজ চলছে। দ্বিতীয় প্রান্তিকের আগেই কাজ শেষ হবে। ফলে রফতানিতে গতির সঞ্চার ঘটবে।
গত বছরও ওপেকের বেঁধে দেয়া কোটার চেয়েও বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ করেছিল ইরাক। কিন্তু পাম্পিং স্টেশন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দেশটির সরবরাহ ব্যাহত হয়। তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আগেই কাজ হলে আবারো ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে দেশটির জ্বালানি তেল রফতানি।
ইরাকের রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং অরগানাইজেশন গত বছরের মে পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় বন্দর বসরা দিয়ে দৈনিক ৩৭ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। কিন্তু ওই বছরের মে মাসে রফতানি অবকাঠামো উন্নয়নকাজ শুরু হলে কিছুটা প্রতিবন্ধকতা দেখা দেয়। অন্যদিকে মহামারী উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘসূত্রতা তৈরি করে। তবে এ বছর এসব প্রতিবন্ধকতার অবসান ঘটতে যাচ্ছে।
সানবিডি/এনজে