সপ্তাহের শেষ কার্যদিবসে দুই বাজারেই সূচকের উর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩১ কোটি টাকার। একইসঙ্গে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার ডিএসইতে ৫০৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৬২ কোটি টাকার শেয়ার লেনদেন। সে হিসেবে শেয়ার লেনদেন বেড়েছে ১৪৩ কোটি টাকা বা ৩৯ দশমিক ৫৩ শতাংশ বেশি। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৯ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিএসআরএম স্টিলস লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, ইফাদ অটোস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও কাশেম ড্রাইসেলস।
এদিন সিএসই সার্বিক সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
সানবিডি/ঢাকা/আহো