গত ৫ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার ভারতীয় পাথর আমদানি শুরু হয়েছে।
গত বুধবার রাতে ভারতের রপ্তানিকারক ও বাংলাদেশের আমদানিকারকদের বৈঠকে নিম্নমানের পাথর সরবরাহ ও দফায় দফায় পাথরের মূল্য বৃদ্ধির বিষয়টি ফলপ্রসু আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় আবারো পাথর আমদানির সিদ্ধান্ত হয় বলে জানান সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি কবিরুর রহমান খান খোকন।
তিনি আরো জানান, ভারতের মহদিপুরে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভা কক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার হওয়ায় বৃহস্পতিবার সকালে প্রায় শতাধিক পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়।
উল্লেখ্য, ভারতীয় রপ্তানিকারকদের নিম্নমানের পাথর সরবরাহ ও দফায় দফায় পাথরের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে বাংলাদেশি আমদানিকারকরা গত ৫দিন ধরে ছোট পাথর আমদানি বন্ধ রাখে।
সানবিডি/ঢাকা/আহো