প্রথম ম্যাচে ভালোই করেছিলেন। ব্যাট হাতে ৫১ এবং বোলিংয়ে ২৬ রান দিয়ে এক উইকেট। কিন্তু এরপর থেকে সাকিবকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না।দ্বিতীয় ম্যাচে করলেন ১৭ রান। আর বোলিংয়ে ৪৩ রান দিয়ে এক উইকেট। তৃতীয় ম্যাচেও তার পারফরম্যান্স সুবিধের ছিল না।। রান করেছেন ২০, উইকেট পাননি একটিও।
তবে বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগে রীতিমত সুপার ফ্লপ হলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২ ওভার বল করে দিয়েছেন ২৬ রান। আর দলের প্রয়োজনের সময় ৪ বল খেলে করেছেন মাত্র ১ রান। এদিন সাকিব ফ্লপ, ফ্লপ তার দল করাচী কিংস।
সানবিডি/ঢাকা/আহো