ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অফ মেরিট সম্মাননার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবছর অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে (ইআরএফ) মনোনীত করেছে।
টেকসই উন্নয়ন, নিরাপদ বাণিজ্য ও অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবিচ্ছন্ন রাখতে বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট এর গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্টেকহোল্ডারগণকে সচেতন করার ক্ষেত্রে অনন্য সাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এনবিআর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে এ ধরনের সম্মাননা ইআরএফ প্রথমবারের মত পেতে যাচ্ছে বলে জানান ইআরএফ এর সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম। ডব্লিউসিও সম্মাননা অর্থনৈতিক বিষয় নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইআরএফ সদস্যদের সম্মিলিত কাজের স্বীকৃতি। আগামীতে আরও বেশি বিশ্ব বাণিজ্যসহ অর্থনৈতিক সংবাদ তৈরিতে অনুপ্রাণিত করবে বলেও জানান রাশিদুল ইসলাম।
২৬ জানুয়ারি সকাল ১১টায় ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল (সাবেক রূপসী বাংলা) হোটেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডাব্লিউসিও সার্টিফিকেট অফ মেরিট প্রদান করা হবে জানায় জাতীয় রাজস্ব বোর্ড।
এএ