আমেরিকার পুঁজিবাজারে অব্যাহতভাবে কমছে শেয়ারের দাম। এক বছরের মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে গতকাল।
লন্ডন ভিত্তিক ফিনান্সসিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিফটির অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে অপ্রত্যাশিত ভাবে। প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর পতনের কারনে এখানে সবচেয়ে বেশি পতন হচ্ছে।
বিনিয়োগকারিরা অনুমান নির্ভর ধারনা থেকে বেড় হয়ে আসা এবং ফেডারেল’র রিজার্ভ দূর্বল হওয়ায় অব্যাহতভাবে এমন হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়ছে।
শেয়ার বাজারে পতনে দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে চরম পর্যায়ে পৌছেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশেটির পুঁজিবজারে গত বছর আন্তর্জাতিক অনেক বড় প্রযুক্তি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এর পরও দেশটির পুঁজিবাজার পতনের ধারা থেকে বেড় হতে পারছে না।
আমেরিকার পুঁজিবাজারে টেক-হেভি নাসডাক কম্পোজিট সূচক গত এক সপ্তাহে ৭.৬ শতাংশ কমেছে। গত এক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় পতন। ২০২০ সালের মার্চ মাসে করোনভাইরাস মহামারী মার্কিন পুঁজিবাজারকে নড়বড়ে করে দেয়ার পর এমন পতন আর ঘটেনি।
আমেরিকার পুঁজিবাজারে ব্লু-চিপস-৫০০ সূচক কমেছে ৫.৭ শতাংশ। এখানে তালিকাভুক্ত দুই-তৃতীয়াংশ প্রযুক্তি কোম্পানি তাদের মূল্য সংশোধন করেছে। এতে এসব কোম্পানির দাম কমেছে ১০ শতাংশের কাছকাছি। এদের মধ্যে ১৪৯টি কোম্পানির শেয়ারের দাম কমেছে ২০ শতাংশ বা তার বেশি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এসএ/এএ