রাজধানীর পশ্চিম রামপুরায় একটি পাওয়ার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উলুন পাওয়ার হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টার বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ।
এ বিষয়ে তিনি বলেন, সকাল ৭টা ২০ মিনিটে উলুন পাওয়ার হাউজে আগুন লাগার খবর পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে সকাল সাড়ে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।
সানবিডি/এনজে