নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। তারা সবাই সবজি ব্যবসায়ী।
রোববার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-জয়পুরহাট সড়কের ধামইরহাট উপজেলার হরতকিডাঙ্গা বাজারের কবীর দেওয়ানের চাতালের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. আবু সুফিয়ান (২৫), আব্দুস ছালাম (২৭), সজল হোসেন (৩৫) ও মিনহাজ হোসেন(১৮)।
এদের মধ্যে আবু সুফিয়ান ও আব্দুস ছালাম ঘটনাস্থলেই মারা যান। অপর দুই জন সজল হোসেন ও মিনহাজ হোসেনের মৃত্যু হয় সোমবার সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, একই মোটরসাইকেলে ৪ জন ধামইরহাট থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন এবং রামেক হাসপাতালে দুই জন মারা যান। ঘাতক ট্রাকটিকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। তবে চালক হেলপার আগেই পালিয়ে গেছে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
সানবিডি/এনজে