চাঁপাইনবাবগঞ্জে ট্রেন দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আলীনগর হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।
নিহতরা হলেন - আলীনগর ভুতপুকুর এলাকার মৃত. গরীবুল্লাহর ছেলে ফুলচান ও একই এলাকার মৃত. রইস উদ্দিনের ছেলে শেহের আলী এবং আমনুরা কেন্দুল এলাকার মনিক চাঁদের ছেলে নাইমুল।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোজাফফর হোসেন জানান, সকালে মাছ বিক্রি করে করিমন যোগে বাড়ি ফেরার পথে হাজির মোড় এলাকায় রেল লাইনে করিমনটি আটকা পড়ে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে কাটা পড়ে তিন জন মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সানবিডি/এনজে