টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার (২৪ জানুয়ারি) ভোর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর রোডের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আবুল কালাম জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-০২৪২) ঢাকার দিকে যাচ্ছিলো। ভোর রাত ৪টা ৪০ মিনিটে ঘটনাস্থলে বাসটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে থাকা ২৫ জন যাত্রী আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিদায় করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় আট জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। তারা ঘটনার পরপর পালিয়ে যান।
সানবিডি/এনজে