পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকোর পরিচালনা পর্ষদ সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (এপ্রিল’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯০.০৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৭৯.৩৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১০.৭৩ টাকা বা ১৩ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৭.৩৫ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ২২.৬৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৪.৬৭ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২.০৪ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস