বৈশ্বিক বাজারে ফের অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখিতা অব্যাহত আছে। পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ায় পণ্যটির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে গতকাল সর্বশেষ কার্যদিবসে পণ্যটির দুই বাজার আদর্শেরই দাম বেড়ে যায়। খবর রয়টার্স।
সোমবার আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৫৮ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৮ ডলার ৪৭ সেন্টে।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৭ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৫ ডলার ৭১ সেন্টে।
গত সপ্তাহে উভয় বাজার আদর্শের দাম টানা পাঁচ সপ্তাহের মতো বেড়েছে। সাপ্তাহিক দাম ২ শতাংশ বাড়ার মধ্য দিয়ে পণ্যটির বাজার ২০১৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চে পৌঁছল। সরবরাহ সংকটের উদ্বেগে চলতি বছরের এখন পর্যন্ত ১০ শতাংশেরও বেশি বেড়েছে পণ্যটির গড় দাম।
এদিকে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর মিত্র দেশগুলো উত্তোলন বাড়াতে রীতিমতো সংগ্রাম করছে। উত্তোলন লক্ষ্যমাত্রা অর্জনে অব্যাহতভাবে ব্যর্থ হচ্ছে জোটটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ঠাণ্ডা আবহাওয়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে হিটিং ফুয়েলের চাহিদা বাড়ায় পণ্যটির বাজার আরো ঊর্ধ্বমুখী চাপের মধ্যে পড়েছে।
সানবিডি/এনজে