ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়াতে একটি কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এলাকার দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের পর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওয়েস্ট পাপুয়ার সোরং শহরের পুলিশ কর্মকর্তাদের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সোরং পুলিশের এক কর্মকর্তা বলেন, দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘাত চলার সময় এক ব্যক্তিকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়। এরপর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হলে ভেতরে আটকা পড়েন ১৮ জন।
ওয়েস্ট পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম এরউয়িনি মেট্রোটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিভিন্ন শহরে তরুণদের মধ্যে সংঘর্ষের ঘটনা স্বাভাবিক। তবে সংঘর্ষকে কেন্দ্র করে এত প্রাণহানির ঘটনা এবারই প্রথম।
অ্যাডাম আরও বলেন, এ অগ্নিসংযোগের ঘটনায় এখনো তদন্ত চলছে।
সানবিডি/এনজে