সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে ম্যাকসনস স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ২০ দশমিক ৯৩ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ১ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৭১ লাখ ৫৯ হাজার টাকার ।
দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের ১১ দশমিক ৮২ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটির গড়ে প্রতিদিন ৫৯ লাখ ১২ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার টাকা।
লুজারের তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। গড়ে প্রতিদিন ২৮ লাখ ৫১ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ ৫৯ হাজার টাকা।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকে ৯ দশমিক ৭৭ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানে ৭ দশমিক ২৭ শতাংশ, আইসিটিতে ৬ দশমিক ২৩ শতাংশ, মুন্নু সিরামিকে ৫ দশমিক ৩৭ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৫ দশমিক ১৯ শতাংশ, সিটি ব্যাংকে ৫ দশমিক ১৫ শতাংশ ও মিরাকল ইন্ডাস্ট্রিজে ৫ দশমিক ০৮ শতাংশ দর কমেছে।
সানবিডি/ঢাকা/আহো