ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, মেয়র আতিক একটি নির্মাণাধীন কাজের মান পর্যবেক্ষণে নিজেই ড্রেনে নেমেছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা রাতারাতি ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৩ জানুয়ারি থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা সংলগ্ন লাউতলি খালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই উচ্ছেদ কার্যক্ষণ নিজে উপস্থিত থেকেই করছিলেন মেয়র আতিক। গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় নির্মাণাধীন ড্রেনের কাজের মান দেখতে হঠাৎ নিজেই ড্রেনে নেমে পড়েন মেয়র আতিক।
তাঁর এই ছবিতে ইতিবাচক ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অনেকে। নেটিজেনরা এমন কাজের জন্য মেয়রের প্রশংসাও করছেন। তবে কেউ কেউ সমালোচনা করে পোস্ট দিয়েছেন।
এএ