বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
প্রকাশ: ২০১৫-১০-০৬ ১০:৩৮:২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উপজেলার হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস কাভর্ডভ্যনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত ও ছয়জন আহত হন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেননি ওসি হুমায়ুন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













