রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে নোয়াখালী জেলার কবিরহাটে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সম্প্রতি প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরহাটস্থ ওটার হাটে দুই হাজারের অধিক অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন শাহীন।
বাটইয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি মো. আবু তাহের বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপালী ব্যাংকের নোয়াখালী জোনাল ম্যানেজার মোহাম্মদ শাহজাহান ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএ