বাণিজ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষিত, বাড়লো ভোজ্যতেলের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-২৮ ১৫:০৮:৫৪

ভোজ্যতেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলো ব্যবসায়ীদের সংগঠন। ওই প্রস্তাব নাকচ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, ৬ ফেব্রুয়ারির আগে তেলের দাম বাড়বে না। কিন্তু তাঁর অনুরোধ উপেক্ষা করে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা।
বোতলজাত সয়াবিনের দাম বাড়ানো হয়েছে কেজিতে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। পাম অয়েলের দাম কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাজার ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
বোতলজাত সয়াবিনের পাশাপাশি খোলা সয়াবিনের দামও বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, দু’দিন ধরেই বেশি দামের তেল বাজারে আসছে।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, নতুন আসা এক লিটারের বোতলে তেলের গায়ের মূল্য লেখা হয়েছে ১৬৫ থেকে ১৬৮ টাকা। যা আগে ছিলো ১৬০ টাকা। পাঁচ লিটার বোতলের সয়াবিন তেলের মূল্য ধরা হয়েছে ৭৮৫ থেকে ৮০০ টাকা, যা আগে ছিল ৭৬০ টাকা।
খোলা সয়াবিন ক্ষেত্র ভেদে ১৫৫ থেকে ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা আগে ছিলো ১৫০ থেকে ১৫৫ টাকা। পাম অয়েল ১৩০-১৩৫ থেকে বেড়ে প্রতি কেজি ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুরচা ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা বেশি দামে কেনায় বেশি দামে বিক্রি করছেন।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













