পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী অভিযানে ৩টি ব্যাড়, ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৬ মণ জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
শুক্রবার বিকেলে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে জব্দকৃত মাছ নিয়ে এসে স্থানীয় এতিমখানা ও এলাকার গরিবদের মাঝে বিতরণ করা হয় এবং আটক জাল রাতেই পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, কিছু অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে জাটকা শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনব্যাপী উপজেলার রামনাবাদ চ্যানেলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি ব্যাড়, ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৬ মণ জাটকা জব্দ করতে সক্ষম হই। তবে কোনো জেলেকে আটক করতে পারিনি।
পরে নৌ-পুলিশ ফাঁড়িতে এসে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো এতিমখানায় এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
সানবিডি/এনজে