প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার (২৯ জানুয়ারি) সংসদ সচিবালয় থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২- এ তাঁর সম্মতি দিয়েছেন।
গত ১৭ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ সংবিধানের আলোকে আইন প্রণয়নের লক্ষ্যে এই সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এরপর ২৩ জানুয়ারি আইনমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন। পরে এটি গভীরভাবে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট স্ক্রুটিনি কমিটিতে পাঠানো হয়। আইন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার মূল বিলে কিছু পরিবর্তন এনে কমিটির প্রতিবেদন দেন।
২৭ জানুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে 'প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২' বিলটি উত্থাপন করলে এটি কণ্ঠভোটে পাস হয়। আজ বিলটিতে সম্মতি জানালেন রাষ্ট্রপতি।
কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। ১৫ ফেব্রুয়ারি নতুন কমিশন দায়িত্ব নেবে।
এএ