বিদায়ী ২০২১ বছরে হংকং দিযে চীনের নিট স্বর্ণ আমদানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। দেশটির বিনিয়োগকারী ও ভোক্তারা অর্থনৈতিক ঝুঁকি এড়াতে স্বর্ণের মজুদ বাড়িয়েছেন। এ কারণেই মূল্যবান ধাতুটির আমদানি বেড়ে যায়। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে হংকং সেনশাস অ্যান্ড স্ট্যাটিস্টিকস বিভাগের তথ্য বলছে, ২০২১ সালে চীনের নিট স্বর্ণ আমদানি ৩৩৪ দশমিক ১ টনে উন্নীত হয়েছে। ২০১৮ সালের পর এটি সর্বোচ্চ আমদানি। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে সাত গুণ। যদিও ডিসেম্বরে আমদানি ছিল নিম্নমুখী। এ সময় ২৫ দশমিক ৪৪৫ শতাংশ স্বর্ণ আমদানি করা হয়। নভেম্বরে আমদানি করা হয় ৪৫ দশমিক ৩২১ টন।
সানবিডি/এনজে