পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৯ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা রবিবার (৩০ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, ন্যাশনাল ফিড মিলস, ফার্মা এইডস, ফাইন ফুডস, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, অলিম্পিক এক্সেসরিজ, এপেক্স ট্যানারি, তিতাস গ্যাস, জিবিবি পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবলস, একমি পেস্টিসাইডস, জেনেক্স, আইটি কনসালটেন্টস, সিমটেক্স, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, শেফার্ড, বসুন্ধরা পেপার, নিউ লাইন ক্লোথিংস, প্রাইম টেক্সটাইল, বিডি অটোকার্স, এসিআই ফর্মূলেশন, এসিআই, জেনারেশন নেক্সট ফ্যাশন, কাশেম ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, সিমটেক্স, জাহিন টেক্সটাইল, শাশা ডেনিমস, শ্যামপুর সুগার, এমআই সিমেন্ট, মেঘনা সিমেন্ট, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, এস্কয়্যার নিট কম্পোজিট, বিডি থাই, খান ব্রাদার্স, জিকিউ বলপেন, আরডি ফুড, অলিম্পিক, ভিএফএস ডাইং, তশরিফা, ওয়াটা কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, এইচআর টেক্সটাইল, ফরচুন সুজ, সিভিও পেট্রোকেমিক্যাল, এমএজএলবিডি, সামিট পাওয়ার, ইনডেক্স এগ্রো, ইন্দো-বাংলা ফার্মা, কোহিনুর কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল, সাফকো স্পিনিং, সালভো কেমিক্যাল, আমান কটন, আমান ফিড, কুইন সাউথ টেক্সটাইল, অ্যাডভেন্ট ফার্মা, ইয়াকিন পলিমার, ড্যাফোডিল কম্পিউটার্স, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা এবং বিডিকম।
কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের বিকাল পৌনে ৩টায়, আমরা টেকনোলজিসের বিকাল সোয়া ৪টায়, ন্যাশনাল ফিড মিলসের বিকাল সোয়া ৪টায়, ফার্মা এইডসের বিকাল সাড়ে ৩টায়, ফাইন ফুডসের বিকাল সাড়ে ৩টায়, সেন্ট্রাল ফার্মার বিকাল ৪টায়, প্যাসিফিক ডেনিমসের বিকাল ৩টায়, অলিম্পিক এক্সেসরিজের বিকাল ৩টায়, এপেক্স ট্যানারির বিকাল ৩টায়, তিতাস গ্যাসের রাত ৭টায়, জিবিবি পাওয়ারের বিকাল ৩টায়, বাংলাদেশ সাবমেরিন কেবলসের বিকাল ৪টায়, একমি পেস্টিসাইডসের বিকাল সাড়ে ৩টায়, জেনেক্সের বিকাল সাড়ে ৩টায়, আইটি কনসালটেন্টসের বিকাল ৩টায়, সিমটেক্সের বিকাল সাড়ে ৪টায়, বারাকা পাওয়ারের বিকাল ৬.২০টায়, বারাকা পতেঙ্গা পাওয়ারের বিকাল সাড়ে ৪টায়, শাহজিবাজার পাওয়ারের বিকাল সাড়ে ৩টায়, শেফার্ডের বিকাল সাড়ে ৩টায়, বসুন্ধরা পেপারের বিকাল ৩টায়, নিউ লাইন ক্লোথিংসের বিকাল ৪টায়, প্রাইম টেক্সটাইলের বিকাল ৩টায়, বিডি অটোকার্সের বিকাল ৪টায়, এসিআই ফর্মূলেশনের বিকাল পৌনে ৩টায়, এসিআইয়ের বিকাল ৪টায়, জেনারেশন নেক্সট ফ্যাশনের বিকাল ৩টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের বিকাল পৌনে ৩টায়, স্ট্যান্ডার্ড সিরামিকের বিকাল ৩টায়, সিমটেক্সের বিকাল ৩টায়, জাহিন টেক্সটাইলের বিকাল ৪টায়, শাশা ডেনিমসের বিকাল ৫টায়, শ্যামপুর সুগারের বিকাল ৩টায়, এমআই সিমেন্টের বিকাল ৩টায়, মেঘনা সিমেন্টের বিকাল সাড়ে ৩টায়, মেঘনা পেটের বিকাল ৩টায়, মেঘনা কনডেন্স মিল্কের দুপুর ২.৩৫টায়, এস্কয়্যার নিট কম্পোজিটের বিকাল ৩টায়, বিডি থাইয়ের বিকাল ৪টায়, খান ব্রাদার্সের বিকাল ৩টায়, জিকিউ বলপেনের বিকাল সাড়ে ৪টায়, আরডি ফুডের বিকাল ৩টায়, অলিম্পিকের বিকাল ৩টায়, ভিএফএস ডাইংয়ের বিকাল ৩টায়, তশরিফার বিকাল ৫টায়, ওয়াটা কেমিক্যালের বিকাল ৫টায়, ইউনাইটেড পাওয়ারের বিকাল সাড়ে ৩টায়, কেডিএস এক্সেসরিজের বিকাল ৪টায়, এইচআর টেক্সটাইলের বিকাল ৩টায়, ফরচুন সুজের বিকাল ৪টায়, সিভিও পেট্রোকেমিক্যালের বিকাল সাড়ে ৩টায়, এমএজএলবিডির বিকাল ৩টায়, সামিট পাওয়ারের বিকাল ৩টায়, ইনডেক্স এগ্রোর বিকাল ৪টায়, ইন্দো-বাংলা ফার্মার বিকাল ৩টায়, কোহিনুর কেমিক্যালের বিকাল ৪টায়, সোনারগাঁও টেক্সটাইলের বিকাল সাড়ে ৩টায়, সাফকো স্পিনিংয়ের বিকাল সাড়ে ৩টায়, সালভো কেমিক্যালের বিকাল ৩টায়, আমান কটনের সন্ধ্যা ৭টায়, আমান ফিডের সন্ধ্যা সাড়ে ৬টায়, কুইন সাউথ টেক্সটাইলের বিকাল ৪টায়, অ্যাডভেন্ট ফার্মার বিকাল সাড়ে ৩টায়, ইয়াকিন পলিমারের বিকাল ৫টায়, ড্যাফোডিল কম্পিউটার্সের বিকাল সাড়ে ৩টায়, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর সন্ধ্যা ৭টায়, ওরিয়ন ইনফিউশনের বিকাল ৫টায়, ওরিয়ন ফার্মার বিকাল ৩টায় এবং বিডিকমের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস