নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা উত্তরপাড়া গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা চার জনকে কুপিয়ে জখম করেছে। তারা হলেন সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুস শিকদার (৬০), তার ছোট ভাই আব্দুর রাজ্জাক শিকদার (৫৫), রাজ্জাকের ছেলে ইয়াকুব শিকদার (৩০) ও ছেলের বউ দোলন (২২)। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ১২ থেকে ১৪ জনের ডাকাতদল সৌদি প্রবাসী কুদ্দুস সিকদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনকে জখম করে তারা নগদ ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণের অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এরই মধ্যে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে যায়। মাইকে ঘোষণা দিয়ে পুরো গ্রাম ঘেরাও করে তারা ৩ জনকে ধরে ফেলে।
পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই দু'জন মারা যান। আর রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও ১ জন মারা যান।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস