দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আরও চার নতুন ট্রেকহোল্ডার যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে লেনদেনের চুড়ান্ত অনুমোদন দিয়েছে ডিএসই। প্রতিষ্ঠান চারটি হলো-থ্রিআই সিকিউরিটিজ,রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট, সোনালী সিকিউরিটিজ এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেড। তবে সোমবার (৩১ জানুয়ারি,২২) লেনদেন শুরু করবে দুইটি প্রতিষ্ঠান।
জানা গেছে, এর মধ্যে সোমবার লেনদেন শুরু করতে যাওয়া থ্রিআই প্রতিষ্ঠানের লেনদেন উদ্বোধন করবে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া। বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির কর্ণধার ইস্তাক আহমেদ সানবিডিকে বলেন,পুঁজিবাজারের সম্প্রসারণের জন্য নতুন কমিশন ট্রেকের অনুমোদন দিয়েছে। সমস্থ আইনি প্রক্রিয়া শেষ করে সোমবার আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হচ্ছে। কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধর করবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া।
তিনি বলেন, সকল কাজ সুন্দরভাবে শেষ করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সকল কমিশনারদের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি ডিএইসর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যারা অনেক কষ্ট করে আইনি প্রক্রিয়া শেষ করে লেনদেন শুরু করার মতো অবস্থায় নিয়ে এসেছেন।
এদিকে একই দিন লেনদেন শুরু হতে যাচ্ছে রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের। তবে সোনালী সিকিউরিটিজ এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেড আগামী ১ ফেব্রুয়ারি লেনদেন শুরু করবে বলে জানা গেছে।
থ্রিআই সিকিউরিটিজ লিমিটেডের Registration Certificate No. Reg.-3.1/DSE-260/2021/551, dated Dec 02, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে RSZ.
রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের Registration Certificate No. Reg.-3.1/DSE-288/2021/557, dated Dec 02, 2021 and Stock-Dealer Registration Certificate No.: Reg.-3.1/DSE-288/2021/558, dated Dec 02, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে DLRRML.
সোনালী সিকিউরিটিজের Registration Certificate No. Reg.-3.1/DSE-261/2021/553, dated Dec 02, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে SON.
মোনার্ক হোল্ডিংস লিমিটেডের Registration Certificate No. Reg.-3.1/DSE-252/2021/565, dated Dec 12, 2021 and Stock-Dealer Registration Certificate No.: Reg.-3.1/DSE-252/2021/566, dated Dec 12, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে DLRMHL.
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর