এসএএমএল গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-৩১ ১৮:৪৫:৫৪
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে মেয়াদি এসএএমএল গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। সোমবার কমিশনের ৮০৯ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসি সূত্র মতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ২৫ কোটি টাকা। এর মাধ্য উদ্যোক্তারা ২ কোটি ৫০ লাখ টাকা দিবে। বাকী টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে শাহজালাল এ্যাসেট ম্যানেজম্যান্ট লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর