গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও ভেটেরিনারি কর্মকর্তা ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) প্রশাসনিক আদেশে এটি কার্যকর করা হয়েছে।
সোমবার সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে ঢাকায় সংযুক্ত করা হয়। এ ছাড়া সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।
বন অধিদপ্তরের অর্থ ও প্রশাসন বিভাগের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হোসাইন মোহাম্মদ নিশাদ বলেন, প্রাণীগুলো মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওই দু’জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের স্থলে কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি মাসে সাফারি পার্কটিতে ১১টি জেব্রার মৃত্যুর ঘটনায় রোববার সাফারি পার্কে যান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। সেখানে গিয়ে জানতে পারেন এ মাসে একটি বাঘও মারা গেছে, যা গোপন রাখা হয়। এ সময় সংসদ সদস্য কর্মকর্তাদের অবহেলা ও অভ্যন্তরীণ কোন্দল থাকার সন্দেহ পোষণ করে জেব্রা হত্যা করা হয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে বাঘ মৃত্যুর ঘটনা উদ্দেশ্য প্রণোদিতভাবে গোপন রাখার অভিযোগ করেন। ওই সময় জেব্রা মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান ও প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে সপদে বহাল রেখে তদন্ত সুষ্ঠু হবে না। এর পর দিন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় পার্কে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সীমানা প্রাচীরের ভেতর থেকে খাবার পাচার, জেব্রা ও বাঘ মৃত্যুর ঘটনা গোপন রাখা এবং জেব্রাগুলোকে হত্যার অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। দায়িত্ব অবহেলার বিষয়টি স্পষ্ট হওয়ায় ৩১ জানুয়ারি দুজনকে পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো।
এএ