ভারতে ৯১.৫ রুপি কমলো সিলিন্ডারের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০১ ১৩:৩২:৫০

ভারতে ২০২২-২৩ নতুন অর্থবছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণার আগমুহূর্তে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর মিলেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল উত্পাদনকারী সংস্থাগুলো। মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ রুপি কমিয়েছে। দাম কমার ফলে দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে এখন থেকে ১ হাজার ৯০৭ রুপি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে থাকলেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো। খবর হিন্দুস্তান টাইমসের।
৫ রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হলেও গ্যাসের সিলিন্ডারের দাম না বাড়ানোর সিদ্ধান্তকে ভালো পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













