পুঁজিবাজার: শেয়ার বিক্রি বেড়েছে বিদেশীদের
:: আপডেট: ২০২২-০২-০৩ ০৯:০৫:১৭
দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়ছে। একই সাথে বিদেশী যে সব বিনিয়োগকারি রয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই টাকা তুলে নিচ্ছেন।
ডিএসই সুত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশী বিনিয়োগের চিত্র ছিল নেতিবাচক। একই সময়ে বিদেশী বিনিয়োগকারীরা এখান থেকে তুলে নিয়েছেন ২৩ কোটি টাকা।
জানা গেছে, জানুয়ারি মাসে দেশের পুঁজিবাজার বিদেশী বিনিয়োগ হারিয়েছে ৬০ কোটি টাকার। যেখানে গত ডিসেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল ৩৯ কোটি টাকার।
চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশী বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা ১৭৭ কোটি ২৭ লাখ টাকা মূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছেন। একই সময়ে বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় বাবদ বিনিয়োগ করেছেন ১৫৪ কোটি ১৮ টাকার।
২০২১ সালের ডিসেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা ১৯৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে। একই সময়ে তারা শেয়ার ক্রয় করে বিনিয়োগ করেছেন ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার।
বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজার থেকে বিদেশী বিনিয়োগকারীদের টাকা তুলে নেয়ার পরিমাণ অব্যাহতভাবে বাড়ছে। ২০২১ সালে বিদেশী বিনিয়োকারীরা বাজার থেকে তুলে নিয়েছেন ২ হাজার ৬শ ৪৮ কোটি টাকা। একই সময়ে তারা পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন ২ হাজার ৬শ ৬ কোটি টাকা।
ডিএসই কর্মকর্তারা বলছেন, বিদেশী বিনিয়োগকারীরা বিভিন্ন সময় তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়ে থাকেন। তবে পরিমাণ ওঠানামা করে থাকে। এর আগে ২০১০ সালে তারা ৬৭৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার বিক্রি করে দিয়েছিলেন।
দেশের পুঁজিবাজারে যখন সুসময় পাড় করছে ঠিন তখনই বিদেশী বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার কেন বিক্রি করছেন সে ব্যাপারে সঠিক তথ্য দিতে পারছ না ডিএসই কর্মকর্তারা।
তথ্যে দেখা যায়, জানুয়ারি মাস জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচক বৃদ্ধি পেয়েছে ১৭০ পয়েন্ট। জানুয়ারি মাস শেষে ডিএসই এক্স এর অবস্থান ৯৬২৬.২৯ পয়েন্ট।
বিশেষজ্ঞরা বলছেন, গত চার বছর যাবত দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা লক্ষ্য করা যাচ্ছে। কারণ হিসেবে তারা বলছেন দেশের আর্থিক খাতে অস্থিরতা, ব্যাংকের ঋণের সুদের হারে সীমারেখা এবং ফ্লোর প্রাইস সীমাবদ্ধতা অন্যতম কারণ। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বিদেশী বিনিয়োগকারীদের টাকা তুলে নেয়ার প্রবনতা বেড়েছে। কারণ তারা ঝুঁকি নিতে পছন্দ করছেন না।
এক তথ্যে দেখা যায়, দেশের পুঁজিবাজারে গত জানুয়ারি মাসে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন হ্রাস পেয়েছে ৫ শতাংশ। অর্থাৎ জানুয়ারি মাসে বিদেশী বিনিয়োগকারিদের লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৪৬ লাখ টাকা। আগের মাস ডিসেম্বরে দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারিদের লেনদেন ছিল ৩৪৮ কোটি ৮৫ লাখ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এসএ