জাতীয় দলের বাইরে আছেন মোহাম্মদ মিঠুন। বাদ পড়েছেন সৌম্য সরকারও। দেশের জার্সিতে ফিরতে বিপিএল তাঁদের মঞ্চ। তবে খুলনার সৌম্য ও মিঠুন-এর ব্যাট ছিলো বিবর্ণ। এবার একই ম্যাচে রান পেলেন তাঁরা। তবে সিলেট সানরাইজার্সের বিপক্ষে জয়ের হাসি হেসেছে খুলনা টাইগার্স।
ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে খুলনা। ৩৪ বল থাকতে দলকে বড় এই জয় এনে দিতে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার। তবে সৌম্য’র রানে ফেরাও মুশফিক-এর দলের জন্য স্বস্তির।
টস জিতে ব্যাট করতে নেমে সিলেট এই ম্যাচে ৫ উইকেটে ১৪২ রান তোলে। ছয় দিনের বিরতিতে প্রাণ ফিরে পাওয়া মিরপুর শেরেবাংলার উইকেটে ওই রান যথেষ্ট নয় সেটা ব্যাট হাতে প্রমাণ করেছে খুলনা। শুরু থেকেই চড়াও ব্যাটিং করেছেন ফ্লেচার ও সৌম্য।
সিলেটের হয়ে এই ম্যাচে দলের অর্ধেক রান করেন মোহাম্মদ মিঠুন। তিনি খেলেন ৫১ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৭২ রানের ঝকঝকে ইনিংস। তাঁর সংগে ৬৮ রানের জুটি গড়েন মোসাদ্দেক হোসেন। তিনি খেলেন ৩০ বলে ৩৪ রানের ইনিংস। তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
জবাব দিতে নামা ফ্লেচার খেলেন ৭১ রানের হার না মানা ইনিংস। তিনি ৪৭ বলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ইনিংস সাজান। করোনা জয় করে চট্টগ্রাম পর্বে তিন ম্যাচ খেলে ব্যর্থ হওয়া সৌম্য ৩১ বলে ৪৩ রান করেন। ছয়টি চারের সংগে একটি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটার। থিসারা পেরেরা ৯ বলে ২২ রান করেন।
খুলনার হয়ে দারুণ বোলিং করেছেন খালেদ আহমেদ ও নাবিল সামাদ। খালেদ ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। নাবিল ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ১টি উইকেট।
এএ