নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন থেকে সুমা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে পূর্বচর শুল্লকিয়া গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সুমা আক্তার ওই গ্রামের মাসুদ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমা আক্তার দীর্ঘদিন ধরে পেটে ব্যথাজনিত কারণে অসুস্থতায় ভুগছিল। শুক্রবার রাতের কোনো এক সময় পরিবারের লোকজনের অজান্তে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
সানবিডি/ঢাকা/আহো