বাগেরহাটের রামপাল বিদ্যুৎ প্রকল্পকে সুন্দরবনের কফিনের প্রধান পেরেক হিসেবে চিহ্নিত করে অনতিবিলম্বে প্রকল্পের কাজ বন্ধ করার দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল এ দাবি জানান।
এছাড়া সুন্দরবনের পাশের সব বিদ্যুৎ প্রকল্প ও কারখানা বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়েছে কমিটি। এসময় সুন্দরবনের পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) সঠিকভাবে হয়নি বলেও মন্তব্য করেন সুলতানা কামাল। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে রামপাল প্রকল্পের ইআইএ করার দাবি জানিয়েছে।
কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, সরকার সুন্দরবন রক্ষার বিষয়টি পাত্তাই দিচ্ছে না। এ কারণে সুন্দরবনের চারপাশে পরিবেশ ধ্বংসকারী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান করার উদ্যোগ অনুমোদন দিচ্ছে।
জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, সুন্দরবন আমাদের সুরক্ষা দিচ্ছে। তাই সুন্দরবনকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। দেশ-বিদেশে রামপাল ইআইএ প্রত্যাখ্যাত হয়েছে- এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা অক্ষত সুন্দরবন চাই।
প্রসঙ্গত, রামপালে ১,৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি চুক্তি সই হয়েছে। ২০১৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/আহো