অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে শুক্রবার।যুক্তরাষ্ট্রে হিমশীতল আবহাওয়া ছড়িয়ে পড়ায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রে হিমশীতল আবহাওয়া ছড়িয়ে পড়ায় জ্বালানি পণ্যটির দামে এ ঊর্ধ্বমুখিতা দেখা যায়। মূলত আবহাওয়ার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দাম বাড়ে। খবর রয়টার্স।
শুক্রবার লন্ডন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বা ১ ডলার ৩২ সেন্ট বেড়েছে। ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৯২ ডলার ৪৩ সেন্ট। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বা ১ ডলার ৪৫ সেন্ট বাড়ে। ফলে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম দাঁড়ায় ৯১ ডলার ৭২ সেন্ট। বৃহস্পতিবার প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম সর্বশেষ সেশন সমাপ্তিতে বাড়ে ২ ডলার ১ সেন্ট। ফলে ২০১৪ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের বেশি স্পর্শ করেছে। গতকাল দাম বাড়ার ফলে উভয় বাজার আদর্শই টানা সাত সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির দৃশ্য অনুভব করেছে।
টেক্সাসে ঝড়ের কারণে সরবরাহ ব্যাহত ও পারমিয়ান অববাহিকায় উৎপাদন বিঘ্নিত হওয়ায় ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে বলে মনে করছেন বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান ওয়ান্ডার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক অ্যাডওয়ার্ড মোয়া।
অন্যদিকে চলতি মাসেও সীমিত আকারে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন নীতিতে অটল ওপেক প্লাস। জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোটটি তাদের বিদ্যমান লক্ষ্যমাত্রা অর্জনে নিয়মিতভাবে ব্যর্থ হচ্ছে। এছাড়া সীমিত উত্তোলনের কারণে শীর্ষ ব্যবহারকারী দেশগুলোয়ও সরবরাহ বাড়ানো যাচ্ছে না। ফলে ক্রমেই বাড়ছে জ্বালানি পণ্যটির দাম। বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের ৪০ শতাংশই উত্তোলন করে এ জোট। মহামারীর কারণে সৃষ্ট সরবরাহ সংকট কাটাতে যুক্তরাষ্ট্র, ভারত ও বেশ কয়েকটি দেশ জোটটিকে উত্তোলন বাড়ানোর আহ্বান জানায়। কিন্তু এসব আহ্বান প্রত্যাখ্যান করে বিদ্যমান নীতিতেই অটল জোটটি।
সানবিডি/এনজে