যশোর বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। এর ফলে পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হবে।
শুক্রবার ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নির্দেশে পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেস সাহানি স্বাক্ষরিত এক চিঠিতে শ্রমিকদের কাগজপত্রের জটিলতা নিরসন করতে এক মাস সময় বাড়িয়ে দেওয়ায় এ আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার দুপুরে কলকাতা কাস্টমস কমিশনার ও মুখ্যমন্ত্রীর ভবন নবান্নে পৃথক পৃথক দুটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকের সিদ্ধান্ত মতে পেট্রাপোল স্থলবন্দর ম্যানেজার কমলেস সাহানি এক পত্রে ১ মাস সময় দিয়ে আন্দোলনকারীদের কাজে যোগ দিতে বলেছেন। কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি না হয়ে ৪ মাস সময় চেয়ে ম্যানেজারের কাছে চিঠি দেন। কিন্তু ম্যানেজার রাজি না হওয়ায় এর সমাধান হয়নি। পরে বৃহস্পতিবার রাতে আন্দোলনকারী আটটি সংগঠনের নেতারা জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে ম্যানেজারের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে যোগদানের সিদ্ধান্ত নেন তারা।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, পেট্রাপোল বন্দরের ম্যানেজার টেলিফোন করে জানিয়েছেন- ভারতের পেট্রাপোল বন্দরের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা। শনিবার সকাল থেকে স্থলবন্দর বন্দর চালু হবে।
সানবিডি/এনজে