বিদায়ী ২০২১ বছরে পেরুর ধাতু ও অধাতু খনিজের উৎপাদন ২০২০ সালের তুলনায় বেড়েছে। অভ্যন্তরীণ খনিগুলোয় উৎপাদন পুনরুদ্ধার হওয়ায় এমন দৃশ্য দেখা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির জ্বালানি ও খনি মন্ত্রণালয় (এমআইএনইএম)। ২০২১ সালে পেরুর তামা উত্তোলন ৬ শতাংশের বেশি বেড়েছে।
এমআইএনইএম জানায়, একই সময়ে দেশটির স্বর্ণ উত্তোলন বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। এছাড়া গত বছর দেশটিতে জিংক ১৪ দশমিক ৮ শতাংশ, রুপা ২১ দশমিক ৫, লোহা ৩৬ দশমিক ৬, লিড ৯ দশমিক ৩ ও মলিবডেনাম উৎপাদন বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ।
মন্ত্রণালয় জানায়, দেশটির অন্যতম রফতানি পণ্য তামার উত্তোলন বাড়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে গত বছরের জুলাইয়ে উৎপাদনে আসা মিনা জুসটা খনি। অন্যদিকে ডিসেম্বরে দেশটির তামা উত্তোলন কিছুটা কমে। ডিসেম্বরে পেরুর তামা উত্তোলনের পরিমাণ ছিল ২ লাখ ১০ হাজার ১০৬ টন। গত বছরের একই সময়ের তুলনায় যা ৫ দশমিক ৪৭ শতাংশ কম।
সানবিডি/ এনজে