মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার দেশটির অভ্যন্তরীণ অর্থ পরিশোধ সহজ এবং এ বছরের মধ্যে অর্থনীতি চাঙ্গা করতে চায়। এ লক্ষ্যে ডিজিটাল মুদ্রা চালুর পরিকল্পনা করা হচ্ছে। দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, ডিজিটাল মুদ্রার মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার। খবর ব্যাংকক পোস্ট।
এক বছর আগে ক্ষমতা দখল করা জান্তা সরকারের ডেপুটি তথ্যমন্ত্রী মেজর জেনারেল জ মিন তুন জানান, স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে নাকি এককভাবে সরকারি প্রচেষ্টায় ডিজিটাল মুদ্রা চালু করবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা।
এদিকে বিদায়ী বছর সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবছরে মিয়ানমারের অর্থনীতি ১৮ শতাংশ সংকোচনের প্রাক্কলন দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে মাত্র ১ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, কভিড-১৯ মহামারী ও সামরিক অভ্যুত্থান না হলে মিয়ানমারের অর্থনীতি ৩০ শতাংশ বড় হতে পারত।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সমর্থকরা সামরিক শাসনবিরোধী এক প্রচারণায় তহবিল সংগ্রহ করতে ক্রিপ্টোকারেন্সি টেথারকে ‘প্রশাসনিক মুদ্রা’ হিসেবে ব্যবহার করে। এর পরই ডিজিটাল মুদ্রা প্রচলনের ঘোষণা আসে দেশের সামরিক সরকারের তরফ থেকে।
সানবিডি/ এনজে