জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান মারা গেছেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) পৌনে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্ট্রোকে আক্রান্ত হলে সাংবাদিক পীর হাবিবকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিলো।
উল্লেখ্য, সাংবাদিক পীর হাবিবুর রহমান ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি দিল্লি থেকে চিকিৎসা নিয়েছিলেন। দূরারোগ্য ক্যান্সার ছাড়াও কিডনির সমস্যাসহ তিনি বেশ কিছু শারীরিক অন্যান্য সমস্যায় ভুগছিলেন।
বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান-এর জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াকালে ১৯৮৪ সাল থেকে সাংবাদিকতায় তিনি হাতেখড়ি নেন। দীর্ঘ কর্মজীবনে দৈনিক বাংলাবাজার, যুগান্তর, মানবকণ্ঠ, আমাদের সময় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করা পীর হাবিবুর রহমান দেশের জনপ্রিয় নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাতা।
এএ