আমেরিকার পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। একই সাথে দেশটিতে বেড়েছে কর্মসংস্থান।
অপরদিকে এক বছরে অ্যামাজনের আয় বেড়েছে প্রত্যাশার চেয়ে বেশি। এতে আমেরিকার শেয়ার বাজারে সুচকের বড় উথান হয়েছে, দ্যা নিউ ইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
আমেরিকার শেয়ার বাজারে এসএন্ডপি-৫০০ পতনের একদিন পর আবার বেড়েছে। সপ্তাহ শেষে এখানে সূচক বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। একই সাথে নাসডিক কম্পোজিট বেড়েছে ১.৬ শতাংশ।
এদিকে আমেরিকা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে জানুয়ারি মাসে ৪৬৭,০০০ লোকের কর্মসংস্থান হয়েছে। যা তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। জানুয়ারি মাসে দেশটির সরকারের লক্ষ্যমাত্র ছিল ১২৫,০০০ লোকের কর্মসংস্থান করা। অর্থাৎ এক মাসে দেশটিতে কর্ম সংস্থান হয়েছে লক্ষ্য মাত্রার চেয়ে তিনগুন বেশি।
আমেরিকার শেয়ার বাজারে বৃহৎ কোম্পানি অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে ১৩.৫ শতাংশ। এতে তাদের আয় বেড়েছে ১৩৭.৪ বিলিয়ন ডলার।
এদিকে অ্যামাজন ঘোষণা করেছে যে, ২০১৮ সালের পর প্রথমবারের মতো তারা প্রাইম শিপিং ক্লাবের বার্ষিক মূল্য ১১৯ ডলার থেকে বাড়িয়ে ১৩৯ করবে।
আগামী দিনগুলোতে আমেরিকার শেয়ার বাজারে আরো সু খবর আসছে। কারন খুব শীঘ্রই দেশটির পুঁজিবাজারে ডিজনি এবং কোকা-কোলা সহ আরও বেশ কয়েকটি বড় কোম্পানি তাদের ২০২১ সালের শেষ তিন মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
এখন পর্যন্ত আমেরিকার শেয়ার বাজারে এসএন্ডপি-৫০০ এর মাত্র অর্ধেকের কিছু বেশি কোম্পানি তাদের ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশ করেছে। সব কোম্পানি তাদের ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশ করলে দেশটিতে শেয়ার বাজারে সূচকের বৃদ্ধি অব্যাহত থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এসএ/এএ