
মালয়েশিয়ান পাম অয়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রফতানি গন্তব্য হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। পুষ্টিগুণ ও অন্যান্য গুণাবলির কারণে এ অঞ্চলে পণ্যটির ব্যবহার ক্রমেই বাড়ছে। সম্প্রতি এক প্রতিবেদনে মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সংস্থাটির জরিপের তথ্য বলছে, ২০২৫ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পাম অয়েলের বাজার চার লাখ টনে পৌঁছতে পারে। পাম অয়েলের ঊর্ধ্বমুখী চাহিদাকে পুঁজিতে রূপান্তর করতে দেশটির সরকার ও বাণিজ্যসংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছে মালয়েশিয়া। এক্ষেত্রে মালয়েশিয়ার রফতানিকারক ও আরব আমিরাতের কোম্পানিগুলোর সঙ্গে উৎপাদন ও বিতরণসংক্রান্ত পার্টনারশিপ গড়ে উঠছে।
মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ান হামিদ বলেন, ৫০ শতাংশ পাম অয়েলই ভোক্তারা দৈনিক ভিত্তিতে ব্যবহার করেন। প্রসাধনী, ওলিওকেমিক্যাল ও বায়োডিজেল শিল্প খাতে এটি একটি অবিচ্ছেদ্য কাঁচামালে পরিণত হয়েছে। ফার্মাসিউটিক্যালস পণ্য হিসেবেও এটি ব্যবহার হয়। বলিরেখা ও মুখের দাগ দূর করতেও এটি ব্যবহার হয়। বাণিজ্যিক খাদ্যপণ্য খাতে পাম অয়েলের ব্যবহার ব্যাপক।
তিনি আরো বলেন, বিশ্বের অগ্রসর ও আধুনিক দেশগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত। দেশটি টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব ভোগবাদে মনোযোগ বাড়িয়েছে। বিষয়টি মালয়েশিয়ার সঙ্গে দেশটির বাণিজ্যিক ও অর্থনৈতিক সংশ্লিষ্টতা বাড়াতে সহায়তা করছে।
সানবিডি/এনজে